ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
ছাত্রদল নেতা পারভেজ হত্যা:

মোংলায় বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

খান আশিকুজ্জামান, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি এপ্রিল ২১, ২০২৫, ০৩:৩০ পিএম মোংলায় বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র এবং উদীয়মান ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার দাবিতে মোংলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল ২০২৫) দুপুরে মোংলা সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে মোংলা পৌর ছাত্রদল, থানা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “জাহিদুল ইসলাম পারভেজ ছিলেন একজন মেধাবী ও সংগ্রামী ছাত্রনেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়—এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।”
তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একইসাথে জানান, “হত্যাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে ছাত্রদল।”

মানববন্ধনে বক্তব্য দেন মোংলা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম ছাদ্দাম, থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ সজীব মিয়া শান্ত, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহাগ, কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে নিহত পারভেজের পরিবার ও সহপাঠীরা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

কালের সমাজ//মোং.বা .প্র//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর