সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কয়রায় কমিউনিটি পর্যায়ে একটি কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় কাশিয়াবাদ স্টেশনের সিএমসি কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। এতে সহযোগিতা করে অক্সফ্যাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড।
‘ব্লু ইকোনোমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় পরিবেশ, বন সংরক্ষণ এবং জলবায়ু ন্যায়বিচার বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, প্রোগ্রাম সমন্বয়কারী এ এম এম মামুন, কাশিয়াবাদ স্টেশনের বন প্রহরী মোঃ হারুন অর রশিদ, সিএমসি’র কোষাধ্যক্ষ মোঃ রিয়াছাদ আলী, পিএফ সভাপতি মোল্যা মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন।
এছাড়া উপস্থিত ছিলেন ভিটিআরটি সদস্য ইয়াছিন আলী, স্বেচ্ছাসেবী আশিকুজ্জামান আশিক, সুব্রত মুন্ডা, খাদিজা সুলতানা সাথী, ইনতাজ আলী, স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইব্রাহিম হোসেন, এবং মৎস্যজীবী আবু মুছা প্রমুখ।
আলোচকরা বলেন, সুন্দরবন কেবল একটি বন নয়, এটি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার অংশ। তাই স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুন্দরবনের টেকসই সুরক্ষা সম্ভব নয়। তারা বন ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা, অংশগ্রহণ এবং পরিবেশবান্ধব বিকল্প জীবিকার উপর গুরুত্বারোপ করেন।
কালের সমাজ// ক.খু .প্র//এ.জে
আপনার মতামত লিখুন :