রাজধানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।
আজ সোমবার সকালে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ এলাকায় উপজেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেনের নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। এর ব্যতিক্রম হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম সাগর,সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদল নেতা জুনায়েদ হোসেন, তারু শেখ,নুর আলম ইসলাম হাবু, কলেজ শাখার হাবিবুর রহমান,নাজিবুল্লাহ নিশাত প্রমূখ।
উল্লেখ্য, গত শনিবার বিকালে নিজ বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে খুন হন ছাত্রদল নেতা পারভেজ। আর এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা জড়িত রয়েছে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
কালের সমাজ// টু.গো .প্র//এ.জে
আপনার মতামত লিখুন :