ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে দোকান মালিক সমিতির সাথে সিটি মেয়রের মতবিনিময় সভা

সৈয়দ মিয়া, প্রতিনিধি চট্টগ্রাম এপ্রিল ২১, ২০২৫, ০১:১২ পিএম চট্টগ্রামে দোকান মালিক সমিতির সাথে সিটি মেয়রের মতবিনিময় সভা

চট্টগ্রাম নগরীর লালদীঘি পাড়স্থ সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সাথে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ এপ্রিল রোববার বিকেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ছালামত আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম মিলন।

সভায় প্রধান অতিথির আসনে ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম এবং যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন বন্দরটিলা শাহ প্লাজা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ শাহজাহান সাজু এবং হালিশহর-পতেঙ্গা ইলেকট্রনিক ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ লোকমান সওদাগর। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।

ব্যবসায়ী প্রতিনিধিরা সভায় চট্টগ্রাম জেলা ও মহানগর এলাকায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা যত্রতত্র হয়রানি, হুমকি, এবং নামে-বেনামে চাঁদাবাজি বন্ধের দাবি জানান। এছাড়াও নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিতকরণ, রাজনৈতিক দলের কমিটমেন্ট, হয়রানিমূলক মামলা, এবং অতিরিক্ত পুলিশি ভীতির অবসান ঘটানোর লক্ষ্যে সিটি মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।

 

কালের সমাজ// চ.প্র//এ.জে

Side banner