ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
গোপালগঞ্জে

বৈষম্য বিরোধী দুই ছাত্রনেতার উপর হামলা- প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার এপ্রিল ২১, ২০২৫, ১২:৪৭ পিএম বৈষম্য বিরোধী দুই ছাত্রনেতার উপর হামলা- প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের দুই নেতা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-অধিকার পরিষদ এর আহবায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমান এর উপর  চাঁদা বাজির অভিযোগ দিয়ে সন্ত্রাসী হামলা ও বেধড়ক মারধর করার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।। 

সোমবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা দাবী জানান দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় আনার।। 

গত শুক্রবার বিকালে ১৮-০৪-২৫ তারিখে শহরের এসএম মডেল সরকারী উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে এই দুই ছাত্রনেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এসময় বেধড়ক মারধর করায় গুরুত্বর আহত অবস্থায় ওই ছাত্র নেতাদের গোপালগঞ্জ দুইশত পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় আহত ছাত্রনেতা জসিম একটি মামলা দায়ের করেন মামলা দায়েরের পর থেকে এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

 


কালের সমাজ// রনি/এ.জে 

Side banner