রাজবাড়ীতে মাদক মামলার ১ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০এপ্রিল) সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার বড় ভবানীপুর গ্রামের মোঃ আফসার কাজীর ছেলে মোঃ আলতাফ কাজী (৪৪) ও সদর উপজেলার রামনগর গ্রামের মোঃ হাশেমের ছেলে মোঃ ফিরোজ মন্ডল।তাদেরকে যার যার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, সদর থানা পুলিশ তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে মাদক মামলার এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
কালের সমাজ// রা .প্র//এ.জে
আপনার মতামত লিখুন :