ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে চালু হতে যাচ্ছে আরও ৮টি বিমানবন্দর!

হেলাল শেখ এপ্রিল ২০, ২০২৫, ০৬:২৮ পিএম বাংলাদেশে চালু হতে যাচ্ছে আরও ৮টি বিমানবন্দর!

বাংলাদেশে অভ্যন্তরীণ বিমান চলাচলকে আরও গতিশীল করতে এবং পর্যটন ও যাত্রীসেবাকে উন্নত করতে চালু হতে যাচ্ছে আরও ৮টি বিমানবন্দর। এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশজুড়ে বিমানযোগে যোগাযোগ সহজ ও দ্রুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে দেশে মোট ২৮টি বিমানবন্দর থাকলেও সচল রয়েছে মাত্র ৮টি, যার মধ্যে ৩টি আন্তর্জাতিক এবং ৫টি অভ্যন্তরীণ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, পরিত্যক্ত, অব্যবহৃত ও নির্মাণাধীন ৭টি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকার তেজগাঁও বিমানবন্দরকেও পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।

চালু হতে যাওয়া বিমানবন্দরগুলো হলো:- ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট,বগুড়া,শমসেরনগর কুমিল্লা, তেজগাঁও।

এই বিমানবন্দরগুলো চালু হলে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ-পূর্ব অঞ্চল এবং মধ্যাঞ্চলের সঙ্গে ঢাকার দ্রুত ও সহজ যোগাযোগ স্থাপন সম্ভব হবে। এতে করে ব্যবসা-বাণিজ্য,পর্যটন ও সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে সচল অভ্যন্তরীণ বিমানবন্দরগুলো হলো:-ঢাকা, চট্টগ্রাম,রাজশাহী,সিলেট,বরিশাল,
যশোর, সৈয়দপুর,কক্সবাজার। সংশ্লিষ্টরা জানান সবকিছু ঠিক থাকলে এখন শুধু সময়ের অপেক্ষা।

 

কালের সমাজ// হে .প্র//এ.জে

Side banner