রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের এলাকাবাসী ও ছাত্রসমাজের উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
মানববন্ধন সূত্রে জানা যায়, শান্তিপাড়া গ্রামের বাসিন্দা মো. আলমগীরের সঙ্গে পূর্বের ব্যক্তিগত বিরোধের জেরে কতিপয় সন্ত্রাসী—জাহিদুল, হৃদয় মিয়া, শাহিন মিয়া, জাকারিয়া, আপেল, রাজ্জাক ও মুকুল গং পরিকল্পিতভাবে তার বাড়িতে আগুন লাগিয়ে সম্পূর্ণ ঘরবাড়ি ভস্মীভূত করে দেয়।
এছাড়া, অভিযুক্ত সন্ত্রাসীরা এলাকায় নানা ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা জানান, এসব সন্ত্রাসীদের কর্মকাণ্ডে শান্তিপাড়া গ্রামের নিরীহ মানুষ অত্যন্ত ভীত ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
এই পরিস্থিতির প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী এবং শিক্ষার্থীরা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন তানজিবুল, হুজাইফা, সুজন, তামিম, রুপালী, নাহিদ, সাকিব, রাসেল, শাকিনুর, মজিদা, মনুজা, ফুলকলি, মাহিম, লিমনসহ শতাধিক নারী-পুরুষ।
কালের সমাজ// র.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :