ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মঞ্জু হোসেন, রংপুর এপ্রিল ২০, ২০২৫, ০৫:৫৫ পিএম রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রংপুর প্রদেশসহ দেশে ৯টি প্রদেশ, দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট এবং "এক ব্যক্তির দুই ভোট" প্রবর্তনের দাবিতে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসি।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এককেন্দ্রিক সরকার দিয়ে ১৮ কোটি জনগণের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্য দূর করা সম্ভব নয়। বর্তমানে জাতীয় বাজেটের ৬৫% ঢাকা ও ২০% চট্টগ্রাম কেন্দ্রীক ব্যয় হয়। বাকি ১৫% সমগ্র দেশের জন্য বরাদ্দ থাকে। অথচ রংপুর বিভাগের আটটি জেলায় মাত্র ০.৫% বাজেট বরাদ্দ দেওয়া হয়, যা চরম বৈষম্যের শামিল।”

তিনি আরও বলেন, “এই বৈষম্য দূর করতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং প্রাদেশিক শাসনব্যবস্থা চালু করতেই হবে।”

এ সময় আরও বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সাদেক জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আতিয়ার রহমান, ডাঃ লিটন তালুকদার, প্রফেসর চিনু কবির, এবং অ্যাডভোকেট রায়হান প্রমুখ।

মানববন্ধন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

কালের সমাজ//র .প্র//এ.জে

Side banner