ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি,রাজবাড়ী এপ্রিল ২০, ২০২৫, ০৫:৪৯ পিএম রাজবাড়ীতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 

রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটি জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 

মানববন্ধনে বক্তারা বলেন, ৩৯ বছর বিনা বেতনে শিক্ষকতা পেশায় বৈষম্যের শিকার দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকরা। গত ১৯শে জানুয়ারী থেকে ২৮শে জানুয়ারী পর্যন্ত আন্দোলনরত শিক্ষকদের মাঝে সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণসহ ৬ দফা দাবী পূরণের ঘোষণা দেন।কিন্তু এখনো তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা হতাশ।তাই বাধ্য হয়ে আমরা আজ কেন্দ্রীয় কমিটির ঘোষণায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করেছি।আমাদের দাবি পূরণ না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।
 

মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটি রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মাওলানা আমিরুল ইসলাম, সদস্য সচিব মাওলানা লুৎফর রহমান, মাওলানা মুন্নাফ চৌধুরী, মাওলানা সুলাইমান বক্তব্য রাখেন।

এসময় মাওলানা আকিল উদ্দিন, মাওলানা আমান উল্লাহ, মাওলানা আবু সাইদ, মাওলানা শওকত, মাওলানা নুরুল আলম, মাওলানা তারেক বিল্লাহ, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা ফিরোজ বিশ্বাস, মোঃ রফিফুল ইসলাম, মোঃ আকাইদ হোসেন, মোঃ শাহজাহান, মোঃ আইয়ুব আলী, মোছাঃ নাজমা আক্তার, মমতাজ খাতুন, ফিরোজা বেগম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
 

কালের সমাজ// রা .প্র//এ.জে
 

Side banner