ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
টুঙ্গিপাড়ায়

“সমতায় তারুণ্য” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমতায়

এমদাদুল হক, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি এপ্রিল ২০, ২০২৫, ০৩:২৪ পিএম “সমতায় তারুণ্য” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমতায়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় “সমতায় তারুণ্য” শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে ।

আজ রবিবার খাঁন সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজ হলরুমে জাগো ফাউন্ডেশনের সহায়তায় এবং থ্রি স্টার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় তরুণদের নেতৃত্ব, সমতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আকরামুজ্জামান। 

তিনি তরুণদের উদ্দেশে বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সমতা ও ন্যায়ের মূল্যবোধ নিয়ে এগিয়ে গেলে আমরা একটি সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব।

থ্রি স্টার অর্গানাইজেশনের ট্রেইনার মেহেরুন বলেন , এই কর্মশালার উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং লিঙ্গ সমতার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি উন্নত করা। তিনি আরও বলেন, “আমরা তরুণদের এমন একটি প্ল্যাটফর্ম দিতে চাই, যেখানে তারা তাদের সম্ভাবনা কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”কর্মশালায় বিভিন্ন ইন্টারেক্টিভ সেশন, গ্রুপ আলোচনা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। 

প্রায় ৩৪ জন তরুণ এতে অংশ নেন এবং তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। 

অংশগ্রহণকারীদের মধ্যে একজন, স্থানীয় কলেজছাত্রী ইস্মাত জাহান বলেন, “এই কর্মশালা আমাকে নিজের লক্ষ্য নিয়ে আরও স্পষ্টভাবে চিন্তা করতে শিখিয়েছে। আমি এখন সমাজের জন্য কিছু করার জন্য আরও অনুপ্রাণিত।

থ্রি স্টার অর্গানাইজেশনের প্রধান নির্বাহী ইলিয়াস হোসেন জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, “আমরা তরুণদের ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছি। এই কর্মশালা তারই একটি অংশ।

আয়োজকরা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে টুঙ্গিপাড়ার তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি এবং সমতার চেতনা আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত হবে।

এ সময়, থ্রি স্টার অর্গানাইজেশনের প্রোগ্রাম অফিসার মবিন খান, ফিল্ড অফিসার মঈন খান প্রমূখ উপস্থিত ছিলেন।


কালের সমাজ//টু.গো .প্র//এ.জে

Side banner