রাজবাড়ীতে চতুর্থ শিল্প বিপ্লব এবং মাদ্রাসায় ভোকেশনাল ট্রেড চালুর প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এসিইডিপি`র আওতাধীন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন স্কিম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতান আক্তারের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও স্কিম পরিচালক মো.আব্দুল মান্নান।
প্রোগ্রাম অফিসার ফারজানা ইয়াসমিন জেমির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ স্কিম পরিচালক (প্রোগ্রাম) ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফ মাদ্রাসা এডুকেশন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক।
কর্মশালার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শংকর চন্দ্র বৈদ্য, সহকারী জেলা শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধূসুদন সাহা, সহকারী স্কিম পরিচালক ড.মোঃ নাসির উদ্দীন আল মাহমুদসহ বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় ঘটাতে হবে।এ কর্মশালা সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কর্মমুখী প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে।মাদ্রাসা শিক্ষার্থীরা ভবিষ্যতে ইসলামি গবেষক, প্রশাসক, উদ্যোক্তা এবং শিল্প উদ্যোক্তা হয়ে উঠতে পারে। তাদের জন্য হাতে-কলমে শিক্ষা এবং প্রযুক্তি ব্যবহার শেখানোর সুযোগ নিশ্চিত করতে হবে।কারিগরী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মকর্ম সংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা শক্তিশালী করে, দেশের উন্নয়নে তাদের অবদান নিশ্চিত করা সম্ভব হবে।
কর্মশালায় চতুর্থ শিল্প বিপ্লবে কারিগরী শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কালের সমাজ//রা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :