ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রূপগঞ্জে ডেবিলহান্ট অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এন বি আকাশ,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি এপ্রিল ২০, ২০২৫, ০২:১৫ পিএম রূপগঞ্জে ডেবিলহান্ট অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অপারেশন ডেবিলহান্ট অভিযানে নারায়ণগঞ্জে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন ( নিষিদ্ধ ঘোষিত সংগঠন) ছাত্রলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার এমদাদুল হকের ছেলে। 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গত ৫ আগষ্টের আগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন ধরনের অপকর্ম করতো কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা। এরপর থেকে সে পলাতক ছিল। শনিবার রাতে কামশাইর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত মাসুদ রানাকে বিস্ফোরক আইনের মামলা ৭দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

 

 


কালের সমাজ// রূ. না.প্র//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর