ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কয়রায় রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি এপ্রিল ২০, ২০২৫, ০১:৪১ পিএম কয়রায় রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

খুলনার কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগে ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ৪নং কয়রা গ্রামের আনছার ঢালীর পুত্র রইজ উদ্দিন ঢালী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা গ্রামে আমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। সম্প্রতি আমার রেকর্ডভুক্ত জমির কিছু অংশ প্রতিবেশী মুন্নী বেগম ও তার পরিবারের সদস্যরা জোরপূর্বক দখল করে নিয়েছেন এবং আরও দখলের চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, "মূলত মুন্নী বেগমের বাড়ি বিলের মাঝখানে হওয়ায় তার বাড়িতে যাতায়াতের নির্দিষ্ট কোনো পথ ছিল না। বিষয়টি বিবেচনা করে আমি মানবিক কারণে আমার জমির কিছু অংশ দিয়ে তাদের যাতায়াতের পথ করে দিই। কিন্তু পরবর্তীতে সেই সরলতার সুযোগ নিয়ে তারা পথের বাইরে আমার জমিতে ঘর নির্মাণ করে। আরও ঘর নির্মাণের চেষ্টা করলে আমি বাধা দিই। তখন মুন্নী বেগম ও তার পরিবার দেশীয় অস্ত্র নিয়ে আমাকে হুমকি দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয়।"

রইজ উদ্দিন জানান, ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন এবং কয়েকবার শালিস বৈঠকের মাধ্যমে তার পক্ষে রায় পাওয়া সত্ত্বেও, তারা তা মানেননি। বরং, তারা প্রভাব খাটিয়ে পুনরায় তার জমিতে ঘর নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, "গত ১৭ নভেম্বর আমি কয়রা থানায় একটি মামলা দায়ের করি। পুলিশ তদন্ত করে আমার পক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর থেকে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে এবং বিভিন্নভাবে হয়রানি করছে।"

সংবাদ সম্মেলনের মাধ্যমে রইজ উদ্দিন ঢালী প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচারসহ সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

কালের সমাজ//ক.খু.প্র//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর