বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সুন্দরবন পশ্চিম বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃরেঞ্জ ভলিবল খেলায় সাতক্ষীরা রেঞ্জকে পরাজিত করে খুলনা রেঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় কয়রার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শত শত দর্শক উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম এবং সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামান, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মামুন মাতব্বর, খুলনা রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেন, সাতক্ষীরা রেঞ্জ সহযোগী মোঃ হাবিবুর রহমান, কয়রা আদালতের বন মামলা পরিচালক মনিরুল ইসলাম, বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ সমশের আলী, কালাবগী স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার, কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, কৈখালী স্টেশন কর্মকর্তা এম. কে. এম. আব্দুস সুলতান, সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান এবং কাশিয়াবাদ স্টেশনের সহযোগী স্টেশন কর্মকর্তা মোঃ আল আমিনসহ বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির বনকর্মীরা।
খেলা পরিচালনা করেন বেদকাশি কলেজিয়েট স্কুলের শিক্ষক মিহির কুমার মণ্ডল। তাকে সহযোগিতা করেন সিপিজি সদস্য বিল্লাল হোসেন এবং মৎস্য ব্যবসায়ী শাহাজুল ইসলাম।
এবারের প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন চুনকুড়ি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বজল মজুমদার।
কালের সমাজ//ক.খ .প্র//এ.জে
আপনার মতামত লিখুন :