বগুড়া—আড়াই হাজার বছরের পুরনো এই সভ্যতার নগরী, যার অবদান শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে অনস্বীকার্য। কিন্তু দীর্ঘদিন ধরে রাজনৈতিক বৈষম্যের কারণে এই অঞ্চলটি উন্নয়ন থেকে বঞ্চিত ছিল।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। দেশের ১৩তম সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া। ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগ ১০ এপ্রিল একটি পরিপত্র জারি করেছে, যেখানে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে জনমত গ্রহণ করে প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বগুড়া পৌরসভাটি বর্তমানে ২১টি ওয়ার্ডে বিভক্ত। জনসংখ্যা, আয়তন, বাৎসরিক রাজস্ব—সবদিক থেকেই এটি অনেক আগেই সিটি কর্পোরেশনের যোগ্যতা অর্জন করেছিল। অথচ রাজনৈতিক সদিচ্ছার অভাবে এতদিন তা সম্ভব হয়নি।
এখানে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে, কিন্তু সেখানে দীর্ঘদিন কোনো বড় খেলা হয় না। এমনকি বাণিজ্যিক বিমান চলাচলের জন্য নির্মিত বিমানবন্দরটি এখনও চালু হয়নি।
তবে এবার স্থানীয়দের আশা, এটি শুধু কাগজে-কলমে ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং বাস্তবেই তারা দেখতে চায় বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে কার্যকর হতে।
সিটি কর্পোরেশন বাস্তবায়ন হলে বাড়বে নাগরিক সেবা, উন্নত হবে অবকাঠামো, তৈরি হবে নতুন কর্মসংস্থান—আর এসব কিছু মিলিয়ে আরও সমৃদ্ধ হবে বগুড়ার অর্থনীতি।
কালের সমাজ// ব.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :