ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দ

এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি এপ্রিল ১৯, ২০২৫, ০৬:৪৫ পিএম সাতক্ষীরায় ২৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় রূপা জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ১৩ কেজি ভারতীয় রূপা জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে উক্ত রূপা জব্দ করা হয়। তবে, বিজিবি এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। 
সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে বাংলাদেশে রুপার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের হাবিলদার আবুল কাশেম এর নেতৃত্বে একটি চৌকস দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ১২ কেজি ৯৭৫ গ্রাম রুপা জব্দ করে। জব্দকৃত রূপার বাজার মূল্য ২৭ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা।

 

 

কালের সমাজ//সা. প্র//এ.জে 

Side banner