ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
শ্রীপুরে

সানসেট ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু, উত্তেজিত জনতার হামলা-ভাংচুর

কায়সার আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি এপ্রিল ১৯, ২০২৫, ০৩:৪৮ পিএম সানসেট ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু, উত্তেজিত জনতার হামলা-ভাংচুর

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন একটি বসতবাড়ির সানসেট ভেঙে চাপা পড়ে রইস উদ্দিন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় বরমী ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার ফাইজুদ্দিনের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রইস উদ্দিন একই ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

নিহতের স্ত্রী রিমি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার তিন বছরের মেয়ে সকালে বলেছিল, বাবা আজ কাজে যেও না, আমার সঙ্গে খেলা করো। ও যদি মেয়ের কথা শুনত, তাহলে হয়তো বেঁচে থাকত। কে এখন আমার মেয়ের জন্য মজা-মিঠাই এনে দেবে?"

একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে সেবা দেন।

নিহতের বাবা সাইফুল ইসলাম অভিযোগ করেন, "বাড়ির মালিকের খামখেয়ালি আর অবহেলার কারণে আমার ছেলেকে প্রাণ দিতে হলো। সানসেট ঢালাইয়ে পর্যাপ্ত রড ব্যবহার হয়নি, এটা নির্মাণশ্রমিকদের কাছেই শুনেছি। আমি এর বিচার চাই।"

নিহতের সহকর্মী মোবারক হোসেন জানান, "সানসেটে কোনো রড না দিয়ে ঢালাই করা হয়েছিল। এতে রইস ভাই মাথার ওপর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।"

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে দোতলা বাড়ির বিভিন্ন অংশে হামলা ও ভাংচুর চালায়। লাঠি, রড ও হাতুড়ি নিয়ে তারা জানালার গ্রীল ও স্যানিটারি ফিটিংস ভেঙে ফেলে। এ সময় একটি গ্রীল ছিটকে পড়ে একজন পথচারীর মাথায় লাগে এবং তিনি আহত হন। তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।

নির্মাণকাজের ঠিকাদার ফজলুর রহমান বলেন, "আমি ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী কাজ করেছি। প্রবেশপথে পিলার বসানোর কথা ছিল, কিন্তু বাড়ির মালিক কথা শোনেননি।"

অন্যদিকে, বাড়ির মালিক ফাইজুদ্দিন জানান, "আমি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছি। সানসেট ধসে শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। এখানে আমার কোনো দোষ নেই।"

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবর রহমান বলেন, "নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

 

কালের সমাজ/গা.প/ এ.জে

Side banner