ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সৈয়দ মিয়া (চট্টগ্রাম প্রতিনিধি) এপ্রিল ১৯, ২০২৫, ০১:৫২ পিএম ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানে ‍‍`বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রাম‍‍` এর উদ্যোগে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাৃজের পর নগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের কলসী দীঘি রোড থেকে মিছিলটি শুরু হয়ে ফ্রি-পোর্ট চত্বরে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত আহ্বায়ক মোল্লা মো. সরোয়ার হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ও উদ্যোক্তা অ্যাডভোকেট এম. জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন:সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও উদ্যোক্তা এম. নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক শিকদার আলতাফ হোসেন, মো. রফিকুল ইসলাম ।

উপস্থিত ছিলেন: মাওলানা আবু জাফর সালেহী, মোহাম্মদ রফিক মোল্লা, মো. হাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, মো. ছগির হোসেন, মো. আব্দুর রহিম, মো. রুবেল শেখ, ডা. আব্দুল্লাহ আল মামুন, মো. শাহিন আলম, মো. রহমত উল্লাহ, ডা. আব্দুর রাজ্জাক, মাওলানা মো. হাসান, ডা. মো. মামুন, আব্দুল কাদের সাগর, মোহাম্মদ ইব্রাহিম, মাসুদ আকন, মো. ইমরান হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা ইসরায়েলি পণ্য সামগ্রী সম্পূর্ণভাবে বর্জনের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পরিশেষে এক বিশেষ মোনাজাতে বিশ্বশান্তি এবং ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের শান্তি ও মুক্তির জন্য দোয়া করা হয়।

 

কালের সমাজ// এ.জে

Side banner