নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ স্কুলছাত্র জোবায়ের হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার(১৯ এপ্রিল) সকালে উপজেলার ভোলাবো ইউনিয়নের ক্যাপিটাল মেরিনা জেটির নিচ থেকে নিখোঁজের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃত জোবায়ের রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে। সে ভোলাবো শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিলো।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন,শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টারদিকে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় দশম শ্রেনীর ছাত্র জোবায়ের তার বন্ধু এবছর এসএসসি পরীক্ষার্থী সায়েম, সিয়াম ও রাব্বি একটি ছোট নৌকা যোগে দাউদপুর খেয়া ঘাট থেকে ভোলাব এলাকায় আসার জন্য উঠে। নৌকাটি নদীর মাঝামাঝি ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সামনে পৌছেলে পানি উঠে ডুবে যায়।
এসময় সাতার কেটে সায়েম,সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠতে পারলেও ডুবে যায় জোবায়ের। এরপর থেকে নিখোজ রয়েছে জোবায়ের।
শনিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল জোবায়েরের খোঁজে নদীতে নামে। সকাল ৯ টার দিকে ক্যাপিটাল মেরিনা জেটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :