চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (১৯ এপ্রিল) সকালে উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে, চকবাজারের কাপাসগোলা নবাব হোটেলের পাশে একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। ওই রিকশায় ছিলেন এক নারী যাত্রী ও তাঁর কোলে থাকা ছয় মাসের শিশু। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা নারী যাত্রী ও রিকশাচালককে উদ্ধার করতে পারলেও শিশুটি তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বৃষ্টির কারণে নালায় প্রচণ্ড পানির স্রোত ছিল। শিশুটি মায়ের কোল থেকে ছিটকে পড়ে স্রোতের তোড়ে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাৎক্ষণিক অভিযান শুরু করে। অব্যাহত খোঁজাখুঁজির পর শনিবার সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
তবে এখনও পর্যন্ত শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, নগরীর বিভিন্ন এলাকায় খোলা নালা এবং জলাবদ্ধতা বারবার প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে, কিন্তু সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :