ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
আমিরুল ইসলাম কাগজী

ফ্যাসিবাদের দসররা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে :

এইচ এম লিটন কয়রা(খুলনা)প্রতিনিধি এপ্রিল ১৮, ২০২৫, ০৪:৪৮ পিএম ফ্যাসিবাদের দসররা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে :

উপকূলীয় জনপদ কয়রা ও পাইকগাছার দীর্ঘদিনের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর ও বিএনপি নেতা আমিরুল ইসলাম কাগজী।

 শুক্রবার(১৮ এপ্রিল)  সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এলাকার মানুষের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেন এবং তাদের জীবনমান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন। একইসাথে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য সবাইকে সজাগ থাকতে বলেন  এই জাতীয়তাবাদী নেতা। 

মতবিনিময় সভায় আমিরুল ইসলাম কাজী আরও বলেন, "কয়রা-পাইকগাছার মানুষ দীর্ঘকাল ধরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তারা পিছিয়ে রয়েছে। এখন সময় এসেছে তাদের পাশে থেকে তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার এবং একটি উন্নত জীবন উপহার দেওয়ার।" তিনি এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সহযোগিতা কামনা করেন। ব

র্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এটিকে প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে। 

সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভায় আমিরুল ইসলাম কাগজী এসব কথা বলেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সিনিয়র সাংবাদিক  সদর উদ্দিন আহমেদ, মোঃ শরিফুল আলম, মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির,শেখ হারুন অর রশিদ, মোঃ রিয়াছাদ আলী, এস এম এ রউফ, মোঃ তরিকুল ইসলাম, শেখ  মনিরুজ্জামান মনু ,সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম  প্রমুখ। এ সময় কয়রা উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ।


 কালের সমাজ// এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর