চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মোঃ শাহাবুদ্দিন (২৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে উপজেলার লাউকারা গ্রামের পশ্চিম মাঠে ইরি ধান কাটতে গিয়ে তিনি বজ্রপাতের শিকার হন।
স্থানীয়রা জানান, মোঃ শাহাবুদ্দিন মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ করেই ঝড়-বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত শুরু হয়। এই সময় একটি বজ্রপাত সরাসরি তার গায়ে আঘাত হানে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাসপাতালে আনার আগেই শাহাবুদ্দিনের মৃত্যু হয়েছে।
মোঃ শাহাবুদ্দিন লাউকারা গ্রামের বাসিন্দা ছিলেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, শাহাবুদ্দিন মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ করেই ঝড়-বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত শুরু হয়। এই সময় একটি বজ্রপাত সরাসরি তার গায়ে আঘাত হানে। পরে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করা। এই বিষয় আইনগত দিক সম্পূর্ণ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, চলতি মৌসুমে ধান কাটার সময় বজ্রপাতজনিত দুর্ঘটনা প্রতিরোধে কৃষকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :