ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
শ্রীপুরে শ্রমিকদের

মহাসড়ক অবরোধ,আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

কায়সার আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি এপ্রিল ১৭, ২০২৫, ০৩:০৬ পিএম মহাসড়ক অবরোধ,আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের শ্রীপুরে ঈদ বোনাস, দুই মাসের বকেয়া বেতন পরিশোধ এবং বন্ধ থাকা কারখানা পুনরায় চালুর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার তিন শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার (আবদার) এলাকায় অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন।

সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে দুপুর ১টা পর্যন্ত। এতে উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, মার্চ মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। কর্তৃপক্ষ কার্যাদেশ না থাকার অজুহাতে ছুটি বাড়িয়ে দেয় এবং বেতন-বোনাস না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে।

এক শ্রমিক বলেন,“ঈদের আগে মার্চ মাসের বেতন দেয়নি। ঈদের পর ১০ তারিখ কারখানা খোলার কথা ছিল। কিন্তু আজ এসে দেখি ২২ তারিখ পর্যন্ত নতুন করে ছুটি বাড়ানো হয়েছে। কোনো আগাম জানানো হয়নি।”

তারা অভিযোগ করেন, মালিকপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করছে এবং ন্যায্য পাওনা পরিশোধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে মহাসড়কে অবরোধে বসেছেন।

এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার মালিক হুমায়ুন চৌধুরী বলেন,“পর্যাপ্ত কাজ না থাকায় কারখানা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে শ্রমিকদের সব পাওনা দ্রুত পরিশোধ করে কারখানা আবার চালু করা হবে।”

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান,“শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।”

গাজীপুর শিল্প পুলিশের ইনস্পেক্টর আবদুল লতিফ জানান,“বিষয়টি সমাধানের জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে বিষয়টি মীমাংসার অনুরোধ জানানো হয়েছে।”

 

কালের সমাজ// এ.জে

Side banner