ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বন্দরের চন্ডীতলা  বিল থেকে ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

খন্দকার সোহাগ ,নারায়ণগঞ্জ প্রতিনিধি এপ্রিল ১৬, ২০২৫, ০৮:৪৩ পিএম বন্দরের চন্ডীতলা  বিল থেকে ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চন্ডীতলা বিল থেকে রেদওয়ান নামের ৯ বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। নিহত উদ্ধার হওয়া শিশুটি বন্দর উপজেলার বাগবাড়ী এলাকার কাবিলার মোড়ের ফজলে করিম মিয়া ভাড়াটিয়া শাহজাহান খলিফার ছেলে মোঃ রেদোয়ান। তাঁর গ্ৰামের বাড়ি বরিশাল।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম  জানান, এলাকাবাসী শিশুটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি সাঁতার না জানায় তার মৃত্যু হয়েছে।ময়নাতদন্তের রিপোর্টে সঠিক তথ্য জানা যাবে। আরে লোক ব্যবস্থা প্রক্রিয়া দিন।

 

কালের সমাজ// এ.জে

Side banner