ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
চেয়ারম্যান রাসেল, টিম ম্যানেজার বাবলা

দঃ হালিশহর ফুটবল একাডেমির উপ-কমিটি গঠন

সৈয়দ মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি এপ্রিল ১৬, ২০২৫, ০৫:২৪ পিএম দঃ হালিশহর ফুটবল একাডেমির উপ-কমিটি গঠন

চট্টগ্রামে আসন্ন সিডিএফএ-মেয়র একাডেমি কাপ ফুটবলে অংশগ্রহণের লক্ষ্যে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি চট্টগ্রামের এক জরুরি সভা গতকাল (১৫ এপ্রিল) সন্ধ্যায় একাডেমির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান মোঃ দেলোয়ার আমিন হারুন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।

সভায় অনূর্ধ্ব-১৩ দলের প্রস্তুতি, অধিনায়ক মনোনয়ন, বাজেট নির্ধারণ, খেলোয়াড়দের গেম কিট, দলের পতাকা ও ব্যানার প্রস্তুতকরণ, রাজশাহীতে লাইসেন্সপ্রাপ্তির জন্য সাংগঠনিক সফরসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হন সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। ভাইস চেয়ারম্যান-১ মনোনীত হয়েছেন আখতার হোসেন এবং ভাইস চেয়ারম্যান-২ হয়েছেন ইকবাল হোসেন ও শামসুল আলম। টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পান মুহাম্মদ বাবুল হোসেন বাবলা এবং সহকারী ম্যানেজার হিসেবে আনিস ও ওমর ফারুক মনোনীত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মোঃ আসলাম, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান পারুল, মোঃ রাসেল, আঃ রহিম, রাকিব হোসেন, জিসান, আমির খন্দকার, খলিলুর রহমান হাওলাদার, ডাঃ উদয়ন কান্তি মিত্র, মুজিবুর রহমান প্রমুখ।

সভায় একাডেমির প্র্যাকটিস সেশন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে সিডিএ বালুর মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমির প্রথম খেলা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল এম এ আজিজ স্টেডিয়ামে, যেখানে প্রতিপক্ষ হবে শোভনীয় একাডেমি।

 

কালের সমাজ// এ.জে

Side banner