খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলম জোরপূর্বক স্বাক্ষর নিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার অভিযোগ করেছেন। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে দিদারুল আলম বলেন, “২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নির্বাচিত হই এবং পরবর্তীতে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ পদে দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পর থেকে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছি।”
তিনি অভিযোগ করে বলেন, “গত ১০ এপ্রিল খুলনার শিববাড়ি মোড়ের আরাম হোটেলে অবস্থানকালে ৩ জন অজ্ঞাত ব্যক্তি হঠাৎ আমার কাছে এসে মারধর করে এবং দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের একটি অলিখিত প্যাডে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। পরে বাড়ি ফিরে জানতে পারি, আমি নাকি প্যানেল চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।”
তিনি আরও বলেন, “আমি স্বেচ্ছায় কোনো পদত্যাগপত্র জমা দিইনি। কে বা কারা পূর্বপরিকল্পিতভাবে আমাকে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে এই অপকর্মটি করেছে, আমি জানি না। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :