ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মোংলায় মাছ চুরি ঠেকাতে গিয়ে বিএনপি কর্মী কুপিয়ে জখম

খান আশিকুজ্জামান, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: এপ্রিল ১৬, ২০২৫, ০৫:১৭ পিএম মোংলায় মাছ চুরি ঠেকাতে গিয়ে বিএনপি কর্মী কুপিয়ে জখম

বাগেরহাটের মোংলায় মাছ চুরি ঠেকাতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক বিএনপি কর্মী। শনিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আপা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ একদল চোর মাছ চুরির সময় বাধা দেওয়ায় মোঃ ইমরান সরদার (৩২) নামের ওই ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা মোঃ ইমরান সরদার তার ঘেরে মাছ চুরি করতে আসা একদল দুর্বৃত্তকে দেখে ফেলেন। তিনি বাধা দিলে তারা গালিগালাজ করে এবং একপর্যায়ে ২ নম্বর অভিযুক্তের নির্দেশে সবাই মিলে দেশীয় অস্ত্র দিয়ে ইমরানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

অভিযুক্তরা হলেন—মোঃ জাহিদ (৪০), পিতা: মোঃ ইউনুছ,মোঃ জুয়েল (৩০), পিতা: রুস্তম ফকির, মোঃ মুন্না (৩৫), পিতা: মোঃ আশ্বাদ আলী, মোঃ আল মামুন (৩৬), পিতা: তৈয়ব আলী ।

আহত ইমরানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং মাস্তান প্রকৃতির লোক। তারা দীর্ঘদিন ধরে নানা অপরাধে জড়িত। ১ নম্বর অভিযুক্ত মোঃ জাহিদ একজন হত্যা মামলারও আসামি বলে দাবি করেন এলাকাবাসী। ৫ আগস্টের পর থেকে তারা এলাকায় আরও বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

ঘটনার বিষয়ে মোঃ জাহিদকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং সাংবাদিকদের সরাসরি দেখা করতে বলেন।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

 

কালের সমাজ// এ.জে

Side banner