রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় হাজারো মানুষের অংশগ্রহণে উদ্যাপিত হলো মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব, যা সাধারণভাবে জলকেলি উৎসব নামে পরিচিত।
বুধবার (১৬ এপ্রিল) বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নম্বর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। নতুন বছরকে স্বাগত জানাতে তিন পার্বত্য জেলার পাহাড়ি এলাকার মারমা সম্প্রদায়ের মানুষ এ উৎসবে অংশ নেন।
মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস)–এর উদ্যোগে আয়োজিত এই জল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস. এম. মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি।
উৎসবে প্রাণবন্ত হয়ে ওঠেন মারমা তরুণ-তরুণীরা। ঐতিহ্যবাহী সাংগ্রাই গানের সুরে সুরে একে অপরকে জল ছিটিয়ে তারা আনন্দ ভাগাভাগি করেন। দিনব্যাপী এই অনুষ্ঠান পাহাড়ি ও বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংগ্রাই উদযাপন কমিটির সভাপতি মংসুইপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর ফয়েজ আহমেদ পিএসসি, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র, রাজস্থলী সাব-জোন কমান্ডার মেজর হাসিব ইমাম, ক্যাপ্টেন আহসানুল হক কবিরসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও মাল্টিমিডিয়া সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সাংগ্রাই উদযাপন কমিটির আহ্বায়ক আদুমং মারমা। পরে প্রধান অতিথি ফিতা কেটে এবং পানি ছিটিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :