ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘনায় এক শিশু শ্রমিক নিহত, আহত ২

কবীর আহমেদ, সরিষাবাড়ী প্রতিনিধি এপ্রিল ১৬, ২০২৫, ০১:৩৮ পিএম সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘনায় এক শিশু শ্রমিক নিহত, আহত ২

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকচাপায় জিহাদ হাসান বিপুল (১১) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার ১৫ এপ্রিল উপজেলার ভাটার ইউনিয়নের মাদারগন্জ -সরিষাবাড়ী রোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক ট্রাক সহ চালক সাগর মিয়া কে আটক করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।  

খোঁজ নিয়ে জানা যায়, নিহত জিহাদ উপজেলার মহাদান ইউনিয়নের খলিলের মোড় এলাকার তারা মিয়া ওরফে কদম আলী‍‍`র ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানিম ব্রিকস থেকে ইটবোঝাই একটি ভটভটি উপজেলার ভাটারা এলাকা দিয়ে মাদারগন্জ কয়রা বাজারের দিকে যাচ্ছিল। উক্ত ভটভটি ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের বাড়ির সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ভটভটি‍‍`র হেলপার জিহাদ রাস্তায় পড়ে যায় এবং ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার নির্মম মৃত্য ঘটে।

এ ঘটনায় আরো দুইজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, ভাটারা এলাকায় সড়ক দুর্ঘনায় এক শিশু শ্রমিক নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক কে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

কালের সমাজ// এ.জে

Side banner