ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

আশুলিয়ায় এ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড!

হেলাল শেখ, আশুলিয়া এপ্রিল ১৫, ২০২৫, ০৭:৫৬ পিএম আশুলিয়ায় এ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড!

ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থিত ‘ঢাকা থাই এ্যালুমিনিয়াম’ নামক একটি ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল ) বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। খবর পেয়ে আশুলিয়াসহ আশপাশের ডিপোর অন্তর্গত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফ্যাক্টরিটি আশুলিয়ার নরসিংহপুরে অবস্থিত নিট এশিয়ার সামনের দিকে হওয়ায় আগুনের ভয়াবহতা আশপাশের এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় লোকজনও আগুন নেভাতে সহায়তা করেন।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ফ্যাক্টরির মালিক ও শ্রমিকদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

 

কালের সমাজ// এ.জে

Side banner