ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরিষাবাড়ীতে পৃথক দুটি যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার-৩

কবীর আহমেদ, সরিষাবাড়ী প্রতিনিধি এপ্রিল ১৫, ২০২৫, ০৭:২৬ পিএম সরিষাবাড়ীতে পৃথক দুটি যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার-৩

জামালপুরের সরিষাবাড়ীতে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ ৩ জন কে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও সরিষাবাড়ী থানা পুলিশ মঙ্গলবার (১৫ ই এপ্রিল) রাত থেকে ভোর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের সকালে সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী। 

উপজেলার পাখিমারা এলাকায় পৃথক দুটি যৌথ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর হোতা শীর্ষ সন্ত্রাসী আওনা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সন্ত্রাসী মোবারক হোসেন রাজা ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাজির ও তার সহযোগী মোহাম্মদ ফারুককে গ্রেফতার করা হয়।  

এসময় ৯টি বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার সহ ১৫ পিচ ইয়াবা,৫ গ্রাম গাজা,৭ টি মোবাইল ফোন,মাদক বেচাকেনার ৬ হাজার ৫শ ৫৭ টাকা, গ্যাস লাইট সহ মাদক সেবন ও কেনাবেচার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে দুটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত জানান, মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত আওনা ইউনিয়নের পাখিমারা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধে জনগণকে সেনাবাহিনী কে সহায়তা করার কথা জানান তিনি।

জানা যায়, ফ্যাসিস্ট সরকারের নানান বিতর্কিত সাবেক এমপি ডাঃ মুরাদ হাসান এর ছত্রছায়ায় আওনা ইউনিয়নে আধিপত্য বিস্তার করে রাজা।

ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়ন পরিষদের সদস্য পদ বাগিয়ে নেন। 

এর পর থেকেই অপরাধের এক অভয়ারণ্য ব্যবহার করে মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাং এর নিয়ন্ত্রক হয়ে বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করতো এই রাজা । রাজার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, পৃথক দুটি অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।

 

কালের সমাজ// এ.জে
 

Side banner