ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

জেলা বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি এপ্রিল ১৫, ২০২৫, ০৬:৫৮ পিএম জেলা বিএনপির উদ্যোগে সাতক্ষীরায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

‍‍`নববর্ষের ঐক্যতান স্বৈরাচারের অবসান‍‍`- এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টায়  শহরের নিউমার্কেট চত্বর হতে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বরে গিয়ে শেষ হয়।

বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালির গ্রামীন সংস্কৃতি গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি অংশ নেয়।শোভাযাত্রা পূর্ববর্তী অনুষ্ঠানে  নিউমার্কেট চত্বরে আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ  পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সদস্য সচিব  আবু জাহিদ ডাবলু, যুগ্ম  আহবায়ক আবুল হাসান হাদী,  তাসকিন আহমেদ চিশতি, সদর উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম, নুরে আলম সিদ্দিকী, পৌর বিএনপি নেতা শেখ মাসুম বিল্লাহ শাহিন, বিএনপি নেতা শাহ কামরুজ্জামান কামু, শাহিনুজ্জামান বাবু, আব্দুর রাজ্জাক, নাসির উদ্দিন, জাতীয়বাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, পৌর কমিশনার শফিকুল ইসলাম আলম, রবিউল ইসলাম রবি, এড. শাহারিয়ার হোসেন  প্রমুখ।  এ সময় বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৭ টায় জেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮ টায় জেলা বিএনপির  দলীয় কার্যালয়ে পান্তা ভাত ভোজন করা হয়। পরে বিকাল তিন টায় নিউ মার্কেট চত্বরে গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া ও  বিকালে জেলা জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কালের সমাজ// এ.জে

Side banner