ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

কয়রায় ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এইচ এম লিটন, কয়রা (খুলনা) প্রতিনিধি এপ্রিল ১৫, ২০২৫, ০৬:৩৬ পিএম কয়রায় ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আইয়ুব আলী সরদার। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৪ এপ্রিল একই এলাকার ফজলুর রহমানের ছেলে গোলাম রহমান তার বিরুদ্ধে যে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

আইয়ুব আলী সরদার বলেন, “আমি দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করে আসছি। কখনো বিএনপির বাইরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হইনি। এই কারণেই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমার নামে ১০টি মিথ্যা নাশকতার মামলা দায়ের করা হয়। ওই মামলায় রিমান্ডে নিয়ে আমাকে নির্যাতন করা হয়, যার ফলে আমার বড় চাচা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।”

তিনি আরও বলেন, “গত ৫ আগস্টের আগে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত মাওলানা গোলাম রহমান ওলামা লীগের সদস্য ছিলেন এবং তার ভাই বিল্লাল হোসেন গাজী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও বাগালী ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তারা প্রশাসনের কিছু কর্মকর্তার সহযোগিতায় আমাকে এবং এলাকার নিরীহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করেছেন।”

তিনি অভিযোগ করেন, “বর্তমান সরকার পতনের পর যখন আমি একটি সম্মানজনক অবস্থানে পৌঁছাতে শুরু করি, তখনই তারা মিথ্যা অভিযোগ এনে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করে। বগা এলাকার একটি খাল দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে, যার কোনো ভিত্তি নেই।”

তিনি আরও বলেন, “আমি কখনো সাধারণ জনগণ কিংবা সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো অন্যায় করিনি। কেউ কোনোদিন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে পারেনি, যা সরেজমিন তদন্ত করলেই প্রমাণ হবে।”

তিনি জানান, তাকে হয়রানি করতে উপজেলা নির্বাহী আদালতে একটি মিথ্যা মামলা (মামলা নং-২১/২৫) দায়ের করা হয়েছে এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও তাকে বিভ্রান্ত ও হেয় করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুর রহিম মালি, খানজাহান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

কালের সমাজ// এ.জে

Side banner