নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০০২ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের নিয়ে ফ্রেন্ডশিপ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বন্ধুত্বের টানে মিলব একসাথে এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১৪ এপ্রিল ) পহেলা বৈশাখ উপলক্ষে মোকাদ্দাস চৌধুরী রুবেল ও ফয়সাল ভূইয়া মামুন এর উদ্যোগে, তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় বনাম হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ২০০২ এসএসসি ব্যাচ। ফ্রেন্ডশিপ ক্রিকেট প্রীতি ম্যাচ ম্যাচ অনুষ্ঠিত হয়।
হোসেনপুর শম্ভপুর কলেজ মাঠে সোমবার সকালে অধিনায়ক হোসেনপুর হাই স্কুলের অধিনায়ক মোকাদ্দাস চৌধুরীর রুবেল ও তাহেরপুর হাই স্কুলের অধিনায়ক আব্দুল সামাদ টসে জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেন। আম্পায়ারের দায়িত্বে ছিলেন, আল আমিন, ও সোহাগ।
ম্যাচটিতে ৭ উইকেটে তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ২০০২ ব্যাচ। প্রথমে ব্যাট করে তাহেরপুর হাই স্কুল ১০ উইকেটে ১৪৬ রান করে। ১৪৭ রান তাড়া করতে গিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান করতে সমর্থ হয়। হোসনপুর হাই স্কুল খেলায় দারুন ব্যাটিং করে ম্যাচ জয় নিশ্চিত করেন। হোসেনপুর হাই স্কুলের এসএসসি ২০০২ ব্যাচ এর ম্যান অব দি ম্যাচের পুরস্কার দেওয়া হয় আবুল বাশার রিপনকে।প্রীতি ক্রিকেট ম্যাচ সর্ম্পকে ২০০২ ব্যাচের মোকাদ্দাস চৌধুরীর রুবেল বলেন, সোনারগাঁয়ের প্রত্যেকটি স্কুলের বন্ধুদের সঙ্গে সৌহার্দ-সম্প্রীতি বন্ধন মজবুত করার জন্য এ আয়োজন। এসব আয়োজনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হবে। শুধু ক্রিকেট নয়, নানা আয়াজনে আমাদের ব্যাচ একটি শক্তিশালী প্লাটফর্ম হয়ে উঠবে। পহেলা বৈশাখ উপলক্ষে সকালে এসএসসি ২০০২ ব্যাচ বন্ধুদের নিয়ে পান্তা ইলিশ এবং দুপুরে খাসির তেহারী সাথে চিকেন ফ্রাইয় দিয়ে ভুরিভোজের আয়োজন করা হয়।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :