ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

রাঙ্গুনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৈয়দ মিয়া, চট্টগ্রাম প্রতিনিধি এপ্রিল ১৫, ২০২৫, ১১:২৭ এএম রাঙ্গুনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উম্মে হাবিবা তানহা (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ৬নং ওয়ার্ডের ছাদেকের পাড়ায় হাজী জেবল হোসেনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উম্মে হাবিবা তানহা প্রবাসী মো. মোর্শেদ আলমের স্ত্রী এবং ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উম্মে হাবিবা প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে শাশুড়ি তাকে নাস্তার জন্য ডাক দিলে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে দেখা যায়, তিনি গলায় ওড়না পেঁচিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আছেন।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”

পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

কালের সমাজ// এ.জে

Side banner