ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

আলফাডাঙ্গায় কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

মিয়া মোরাদ ,ষ্টাফ রিপোর্টার এপ্রিল ১৪, ২০২৫, ০৮:০২ পিএম আলফাডাঙ্গায়  কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে নাহিদ বিশ্বাস (১৭) নামের এক কলেজছাত্র। 

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ বিশ্বাস ফরিদপুর মুসলিম মিশন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, নাহিদ দীর্ঘদিন ধরে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য মায়ের কাছে আবদার করে আসছিল। কিন্তু পরিবার তা দিতে না পারায় মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

 

কালের সমাজ// এ.জে

Side banner