“যে নেতা পালিয়ে যায়, সে নেতা আর ফিরে আসে না। হাসিনা আসবে, তবে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে”—গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
তিনি আরও বলেন, “মুকসুদপুরের সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে আর কোনো ‘ডেভিল’ কিংবা আওয়ামী ফ্যাসিস্ট এদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না।”
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে পশারগাতী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ২০২৫ সালের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পশারগাতী ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মোতাচ্ছোর কাজী এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান খান।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, সিনিয়র সহসভাপতি সোহরাব শেখ, সহসভাপতি আউয়াল ফকির, মোঃ বদিরুজ্জামান খান বিল্টু, মোঃ রবিউল ইসলাম, মোঃ আলী মোল্লা এবং চিন্তাহরণ মণ্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর ইসলাম সাইদ, যুগ্ম সম্পাদক নিয়ামুল হাসান মনির, আব্দু হক, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পশারগাতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি অলিয়ার রহমান, সহসভাপতি হারুন-আর-রশিদ, সাংগঠনিক সম্পাদক রাজিব মিয়াসহ ইউনিয়ন ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :