সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় চালককে অজ্ঞান করে একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শাঁকদহা ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চালকের নাম মুস্তাফিজুর রহমান (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও মুস্তাফিজুর রহমান তার ইজিবাইক নিয়ে ভাড়া খাটতে বের হন। পথে অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি তাকে শাঁকদহা ব্রীজ সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে অজ্ঞান করে ফেলে রেখে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।
বর্তমানে মুস্তাফিজুর রহমান সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :