ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরিষাবাড়ীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

কবীর আহমেদ, সরিষাবাড়ী প্রতিনিধি এপ্রিল ১৪, ২০২৫, ০৫:৪৫ পিএম সরিষাবাড়ীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

জামালপুরের সরিষাবাড়ীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজ মোড় হয়ে পুনরায় উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

শোভাযাত্রায় সরিষাবাড়ী সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা নববর্ষের শাড়ি পরে বর্ণিল সাজে ও বিভিন্ন সাংস্কৃতিক উপকরণসহ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীরাও এই আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ।

 

কালের সমাজ// এ.জে

Side banner