বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং পরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, কোহিনূর ইসলাম, আঃ সামাদ, এফ এম মনিরুজ্জামান, আব্দুর রহিম সানা, মিজানুর রহমান লিটন, মফিজুল ইসলাম, আব্দুল হামিদ, ইয়াকুব আলী, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, আবুল বাশার ডাবলু, প্রভাষক মঞ্জুর মোর্শেদ, ডিএম হাফিজুল ইসলাম, এডভোকেট নজরুল ইসলাম, রওশন মোল্যা, মুনছুর রহমান, মেহেদী হাসানসহ আরও অনেকে।
এছাড়া যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যেমন—ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শোভন, এহসানুর রহমান, আকবার হোসেন, ইউনুছ আলী, দেলোয়ার হোসেন, আবুল কালাম আজাদ কাজল, মাসুদুর রহমান, এস এম গোলাম রসুল, আবু সাঈদ মালী, ডাঃ নুর ইসলাম খোকন, নুরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, ওবায়দুল্যাহ, রিয়াছাদুজ্জামান বাবলু, আরিফ বিল্যাহ সবুজ, মাহমুদ হাসান, ইমরান হোসেন, রানা, মিনার হোসেন ও মাশরাফিসহ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় বাংলার হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী নানা উপকরণ প্রদর্শন করা হয়, যা নববর্ষের আনন্দে নতুন মাত্রা যোগ করে। এ আয়োজন এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক উৎসাহ ও সাড়া ফেলে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :