ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
নববর্ষ ১৪৩২ উদযাপন

মধুখালীতে বর্ণাঢ্য র‍্যালি, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ ইনামুল খন্দকার মধুখালী ( ফরিদপুর) এপ্রিল ১৪, ২০২৫, ০৩:২৬ পিএম মধুখালীতে বর্ণাঢ্য র‍্যালি, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এ আয়োজন শুরু হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে একটি বর্ণিল র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সাধারণ জনগণ। সবাই রঙিন ফেস্টুন, ব্যানার ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে র‍্যালিকে উৎসবমুখর করে তোলে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল-এর সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আওয়াল আকন, উপজেলা প্রকৌশলী সোহেল রানা এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী।

এছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুল, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ সতেজ, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম ইনামুল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু।

অনুষ্ঠানে বক্তারা বাংলা নববর্ষের গুরুত্ব, সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। বাঙালি সংস্কৃতির সৌন্দর্য ও বৈচিত্র্যের এই উৎসবটি মধুখালীবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা উপভোগ করেন উপস্থিত সর্বস্তরের মানুষ।

সাংস্কৃতিক সম্প্রীতি এবং জাতীয় ঐক্যকে গুরুত্ব দিয়ে আয়োজিত এ উৎসব নতুন বছরের শুভ সূচনা এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

 

কালের সমাজ// এ.জে

Side banner