চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুরে মধ্যরাতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ওপর হামলা করে মারাত্মক জখম করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কবির হোসেন বেপারী (৫২) কে পুলিশ উদ্ধার করে রাতেই দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) রাত ২টার দিকে এখলাছপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনকে তার বাড়ীর সামনে আগ থেকেই ১০ থেকে ১৫ জন লোক তার ওপর অতর্কিত হামলা করে, তারপর কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে।
এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে এসময় মুখোশপড়া অবস্থায় হামলাকারীদের একজনকে স্থানীয়রা আটক করতে সক্ষম হয়। জোরকরে মুখোশ খোলার পর দেখা যায়, আটক হওয়া ব্যাক্তি স্থানীয় পশ্চিম এখলাছপুর গ্রামের গোলাম হোসেন বেপারীর ছেলে আর্শাদ বেপারী।
আহত কবির হোসেনের প্রতিবেশী প্রত্যক্ষদর্শী হেলাল প্রধানের ছেলে রাজিব জানায়, আমি আর আহত কবির প্রধান কাকা একসাথে গজরা এলাকায় বৈশাখী পালাগানের অনুষ্ঠান দেখতে যাই। বাড়ী ফিরতে রাত ২ টার মতো বেজে যায়। বাড়ীতে ঢুকার সময় এখলাছপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির কাকার ওপর ১০/১৫জন লোক হামলা করে। এসময় তারা চায়নিজ কুড়াল দিয়ে কবির কাকারে এলোপাথারি কোপায়। রড আর লাঠি দিয়াও ইচ্ছেমতো পিটায়। আমাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এখলাছপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামলায় আহত কবির হোসেন বেপারীর স্ত্রী বিউটি আক্তার জানায়, আমার স্বামীর ডাক চিৎকারে আমরা গিয়ে দেখি বিল্লাল প্রধান আর রাসেল মল্লিকে আমার স্বামীরে মারতাছে। আমার স্বামীরে বাঁচাইতে ওগো হাতে পায়ে ধরলে তহন রাসেল মল্লিক আমার ওপরেও হাত তোলে। বাকি সবাই দৌড়াইয়া পালিয়ে যায়। ওরা আমার স্বামীরে জানে মেরে ফালতে চাইছিল।
কবির হোসেন বেপারীর কয়েকজন প্রতিবেশীর সাথে কথা হলে তারা জানায়, হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র থাকায় আমরা এগিয়ে যেতে সাহস পাই নাই। হামলাকারীরা কবির প্রধানকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আর রড ও লাঠিদিয়ে ব্যাপক মারধর করে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানায়, রাতেই আমি ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় জড়িত একজন আটক আছে। আর হামলার বিষয়টি স্থানীয় একটি বরোপিট (মাছ চাষের পুকির) দখলকে কেন্দ্র করে বলে ধারনা করা হচ্ছে। যারা যারা জড়িত আছে সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :