ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
কালিহাতীতে

যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ মোজাফর আলী, টাঙ্গাই প্রতিনিধি এপ্রিল ১৪, ২০২৫, ০৩:০৫ পিএম যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মো. বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে  আটক করেছে যৌথ বাহিনী। বাছেদ উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

রবিবার  রাত সাড়ে দশটার দিকে রাজাবাড়ি রেল গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

কালিহাতীর সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতির মাধ্যমে জানা যায়, রবিবার রাতে লেফটেন্যান্ট ইশতিয়াকের নেতৃত্বে রাজাবাড়ি রেল গেইট এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে  বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।  এসময় তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র দা, চাপাতি,বাটাল, কেচি ও   ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,আটক মাদক ব্যবসায়ী বাছেদকে রাতেই কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে। 
 

কালের সমাজ// এ.জে

Side banner