ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরিষাবাড়ীতে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ

কবীর আহমেদ, সরিষাবাড়ী প্রতিনিধি এপ্রিল ১৩, ২০২৫, ০৪:৪১ পিএম সরিষাবাড়ীতে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে জামায়াতের কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষের অংশ হিসেবে দলীয় গণসংযোগ করেছেন দলীয়ভাবে মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল। শুক্রবার ও শনিবার (১১ ও ১২ এপ্রিল) তিনি পৌরসভার ৪, ৫ ও ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, উপজেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন, পৌর আমির গোলাম রব্বানী, পৌর সেক্রেটারি আহম্মদ আলীসহ স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ।

জনসাধারণের উদ্দেশে বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন, “জামায়াত সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালনকালে কোনো দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজিমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করব ইনশাআল্লাহ।”

 

কালের সমাজ// এ.জে

Side banner