মোংলা থানার অন্তর্গত সোনাইলতলা ইউনিয়নের ০২নং ওয়ার্ডের সিকি সোনাইলতলা গ্রামের ২০০ মিটার দীর্ঘ একটি ব্রীজে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে এসএসসি পরীক্ষার্থীসহ দুই কিশোর মারাত্মকভাবে আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী আল আমিন ফকির থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন, গত ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার ছেলে ইয়ামিন ফকির (১৭) এবং বন্ধু শাহিন ফকির (১৬), ব্রীজের রেলিংয়ে বসে বিশ্রাম নেয়ার সময় সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অভিযুক্তরা প্রথমে দুই কিশোরকে স্থান ত্যাগ করতে বলে। রাজি না হওয়ায় তাদের উপর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। অভিযুক্তদের হাতে ছিলো দেশীয় অস্ত্র, দা, লোহার রড ও লাঠি। হামলায় শাহিনের মাথা, বুকে ও পিঠে গুরুতর জখম হয়। অন্যদিকে ইয়ামিন ফকিরকে হত্যা চেষ্টাও করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ আছে।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, মোঃ আব্দুল্লাহ মল্লিক, মোঃ আজিদ মল্লিক, হাবি মল্লিক, কবির শেখ, নাসির শেখ ও নাজিম শেখ। এছাড়াও আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি এই হামলায় জড়িত বলে দাবি করা হয়েছে।
ঘটনার সময় তারা ভিকটিমদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং সাক্ষীদের সামনে প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে।
জখম অবস্থায় আশেপাশের মানুষজন তাদের উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শাহিন ফকিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও ইয়ামিন ফকিরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
উক্ত ঘটনার বিষয় বিবাদীদের কাছে জানতে চাইলে তারা বলেন আমরা এ ঘটনার সাথে জড়িত নই।
এ ঘটনার বিষয়ে মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান আমরা একটি লিখিত এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে #
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :