জামালপুরের সরিষাবাড়ীতে প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে এক এসএসসি পরীক্ষার্থী তরুণী ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে পৌর এলাকার ঝালুপাড়া ব্রিজে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে নদী থেকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় তরুণীর বাবা সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া রোববার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই তরুণী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাতপোয়া গ্রামের বাসিন্দা দুদু মিয়ার মেয়ে। সে সালেমা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত তরুণের নাম সিফাত হোসেন। তিনি একই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য লাভলু মিয়ার ছেলে।
তরুণীর বাবা দুদু মিয়া জানান, “শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মেয়ে বান্ধবীর কাছ থেকে সাজেশন আনতে বাড়ি থেকে বের হয়। দুপুর গড়ালেও সে ফিরে না আসায় খোঁজ শুরু করি। বিকাল সাড়ে ৫টার দিকে নিপ্পন নামে এক ব্যক্তি এসে জানান আমার মেয়ে হাসপাতালে ভর্তি।”
তিনি আরও বলেন, “সিফাত আমার নাবালিকা মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করেছে। আমি এর বিচার চাই।”
ওসি মো. চাঁদ মিয়া জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :