ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
সাতক্ষীরায়

সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি এপ্রিল ১৩, ২০২৫, ০৩:৪৮ পিএম সেনাবাহিনীর উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভাঙন কবলিত বিছট গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) সকালে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার ব্যবস্থাপনায় বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১০৫ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস।

মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম বলেন, “দুর্যোগের সময় জনগণের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। ভাঙন কবলিত এই এলাকায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।” তিনি জানান, এদিন প্রায় ৮০০ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে খোলপেটুয়া নদীর ভাঙনে প্রায় দেড়শ ফুট এলাকার বেড়িবাঁধ ধসে পড়ে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, পানিবন্দি হয়ে পড়ে হাজারো মানুষ। ভেসে যায় প্রায় ৪ হাজার বিঘা মৎস্য ঘের ও ২১ হেক্টর ফসলি জমি, বিধ্বস্ত হয় শতাধিক ঘরবাড়ি।

 

কালের সমাজ// এ.জে

Side banner