ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চাঁদপুরের যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, চাঁদপুর প্রতিনিধি এপ্রিল ১৩, ২০২৫, ০৩:৩৫ পিএম চাঁদপুরের যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বিতারায় যুবলীগ নেতা,ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী নুরুল হককে তিন বছর পূর্বের পরকিয়ার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে কুঁপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) রাতে  উপজেলার বিতারা ইউনিয়নের বিতারা গ্রামে হত্যাকান্ডের ঘটনা ঘটে। বিতারা গ্রামের মৃত সুলতানের ছেলে নুরুল হক বিতারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

তাঁর স্ত্রী জাহানারা বেগম জানান,শনিবার রাত সাড়ে নয়টায় আমার স্বামী ভাত খাওয়ার পর ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ জালাল আমার স্বামী নুরুল হককে পাশের বাড়ির আব্দুর রহিমের ছেলে শুকুর আলীর নির্দেশক্রমে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় ‌। তিন বছর আগে শুকুর আলীর প্রথম ডিভোর্সী স্ত্রীর সাথে আমার স্বামী ক্ষুদ্র কাপড় ফেরিওয়ালা ব্যবসায়ী নুরুল হককে সন্দেহ করে। এঘটনায় রামদা দিয়ে তাকে কুপিয়ে ডান হাত কেটে ফেলে, হত্যা করে তাদের উঠানে ফেলে রাখে।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি।  নুরুল হকের মরদেহ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম পুলিশসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তারপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

কালের সমাজ// এ.জে

Side banner