ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় শহীদ কামারুজ্জামানের শাহাদাত বার্ষিকী পালন

এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি এপ্রিল ১৩, ২০২৫, ০২:১৯ পিএম সাতক্ষীরায় শহীদ কামারুজ্জামানের শাহাদাত বার্ষিকী পালন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২য় সাবেক কেন্দ্রীয় সভাপতি শহীদ কামারুজ্জামান-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) সকালে জেলার মুন্সিপাড়া এলাকার আল-আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মেহেদী হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. ইমামুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "শহীদ কামারুজ্জামান ছিলেন এক অনন্য ইতিহাস ও প্রেরণার বাতিঘর। তিনি জীবন বিলিয়ে দিয়ে প্রমাণ করেছেন, একজন প্রকৃত মুসলমান কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না।" তিনি উপস্থিত সবাইকে শহীদদের আদর্শ বুকে ধারণ করে ইসলামী রাষ্ট্র কায়েমে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. নোমান হোসেন নয়ন।

 

কালের সমাজ// এ.জে

Side banner